Chairman/President Speech
Md Al-Amin Shubha
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
ঐতিহ্যবাহী আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ঊনবিংশ শতাব্দীর শেষভাগে যে জ্ঞানবৃক্ষের চারা রোপিত হয়েছিল, তা আজ শতবর্ষ পেরিয়ে এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। আমাদের এই বিদ্যাপীঠ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি বিক্রমপুরের ঐতিহ্য ও সংস্কৃতির এক গৌরবময় বাতিঘর। বহু ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা সত্ত্বেও প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী এবং বিত্তবান মহলের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।
আমাদের সবচেয়ে বড় অহংকার ও প্রেরণার উৎস এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা, যাঁরা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের কীর্তির স্বাক্ষর রেখেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মেধা তালিকায় স্থান অর্জনকারী শ্রী গৌরী শঙ্কর বণিক থেকে শুরু করে বুয়েটের সাবেক পরিচালক ও স্বনামধন্য শিক্ষাবিদ ডঃ এ কে এম ইকবাল হোসাইন, বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এম ইদ্রিস আলী, সাবেক মন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য জনাব এম শামছুল ইসলাম এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ্জ্ব মোঃ আরশাদ আলী, জনাব মঞ্জুরুল আলম দুলাল, জনাব হাবিবুর রহমান মোল্লাসহ অসংখ্য নক্ষত্রের জন্ম দিয়েছে আমাদের এই বিদ্যানিকেতন। তাঁদের গৌরবগাথা আমাদের বর্তমান শিক্ষার্থীদের জন্য অফুরন্ত প্রেরণার বাতিঘর।
আমরা অতীতের ঐতিহ্যকে পাথেয় করে বর্তমানের চ্যালেঞ্জ মোকাবেলায় বদ্ধপরিকর। আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তিভিত্তিক ও মানসম্মত শিক্ষা প্রদানই আমাদের মূল লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।
আমি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের মূল শক্তি।
আসুন, আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল অগ্রযাত্রাকে আরও বেগবান করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর আগামী উপহার দিই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
ধন্যবাদ।
মোঃ আল আমিন শুভ
সভাপতি